তালায় “উত্তম মাছ চাষ অনুশীলন” প্রশিক্ষণ অনুষ্ঠিত
মৎস্য রপ্তানির ক্ষেত্রে উত্তম মাছ চাষ অনুশীলনকে কেন্দ্র করে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো “উত্তম মাছ চাষ অনুশীলন” বিষয়ক প্রশিক্ষণ। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং রাজস্ব খাতের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, তালা; সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার; মেরিন ফিশারিজ অফিসার; সাতক্ষীরা উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ক্ষেত্র পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণে বক্তারা মাছ চাষের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি, পুকুর প্রস্তুতি, পানি ও খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে মানসম্মত মাছ রপ্তানির গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া চিংড়িতে অপদ্রব্য মিশ্রণ রোধ, অবৈধ জাল ব্যবহার বন্ধ, নদী ও খাল-বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মৎস্য খাদ্য বিক্রেতাদের করণীয় বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তার বক্তব্যে বলেন—
“বর্তমান বিশ্বে মৎস্য খাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। রপ্তানির বাজারে টিকে থাকতে হলে আমাদের মানসম্মত, স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। উত্তম মাছ চাষ অনুশীলন মানে শুধু উৎপাদন নয়, এটি দেশের অর্থনীতি, চাষির জীবিকা এবং আন্তর্জাতিক বাজারে দেশের সুনামের সাথে সরাসরি জড়িত। আজ যা শিখলেন, তা মাঠে প্রয়োগ করুন। মৎস্য অধিদপ্তর সবসময় আপনাদের পাশে আছে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষিরা জানান, “আজকের প্রশিক্ষণ আমাদের জন্য দিকনির্দেশনার একটি নতুন পথ খুলেছে। নিয়ম মেনে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে আমরা লাভবান হব এবং আন্তর্জাতিক বাজারে আরও ভালো অবস্থান তৈরি করতে পারব।”
প্রশিক্ষণ শেষে বক্তারা অংশগ্রহণকারীদের উদ্দেশে আহ্বান জানান, তারা যেন নিয়মিত উত্তম মাছ চাষ অনুশীলন অনুসরণ করেন এবং মৎস্য সম্পদ রক্ষায় সচেতন ভূমিকা পালন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS