মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ক সচেতনামূলক প্রশিক্ষণ
মৎস্য সম্পদ রক্ষায় আইন ও বিধিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরতে গত ২৩ মার্চ ২০২৫ তারিখে তালা উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে “মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন” বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার, সিনিয়র উপজেলা ফিশারিজ অফিসার, তালা; মেরিন ফিশারিজ অফিসার; সাতক্ষীরা উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ক্ষেত্র পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশিক্ষণার্থীরা।
কর্মশালায় বক্তারা চিংড়িতে অপদ্রব্য মিশ্রণবিরোধী প্রচারণা, অবৈধ জালের ব্যবহার বন্ধ, নদ-নদী-খাল-বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মৎস্য খাদ্য বিক্রেতাদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
জেলা মৎস্য অফিসার তার বক্তব্যে বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সবার আগে প্রয়োজন সচেতনতা। আইন ভঙ্গ করে নয়, নিয়ম মেনে চাষ করলেই লাভবান হওয়া সম্ভব।”
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন, “অপদ্রব্য মিশ্রণ বন্ধ করতে হবে এখনই। নয়তো আন্তর্জাতিক বাজারে আমাদের সুনাম নষ্ট হবে এবং চাষিরাও ক্ষতিগ্রস্ত হবেন।”
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS