Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Welcome to the Web portal of the Office of the Senior Upazila Fisheries Officer, Tala ,Satkhira.

Title
🎣 অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম
Details

🎣 অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযান  জনসচেতনতামূলক কার্যক্রম

📅 তারিখ: ২২ জুলাই ২০২৫ খ্রিঃ

📍 স্থান: তালা বাজার, তালা উপজেলা, সাতক্ষীরা

   

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, তালা, সাতক্ষীরা এর উদ্যোগে তালা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে আনুমানিক ৬০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

🔥 স্থানীয় জনগণের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

📢 স্থানীয় জনগণকে অবৈধ জাল ব্যবহার, ক্রয়-বিক্রয় ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়।

📎 আয়োজনে: সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, তালা, সাতক্ষীরা।

   

✅ মৎস্য আইন মানুন, জলজ সম্পদ রক্ষা করুন।

✅ অবৈধ কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকুন।

✅ দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সচেতন হোন।

Image
Publish Date
25/07/2025
Archieve Date
12/07/2056