অভিযানে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ – তালা, সাতক্ষীরা
তারিখ: ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ
স্থান: পাটকেলঘাটা বাজার, তালা, সাতক্ষীরা
আজ গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, তালা, সাতক্ষীরা কর্তৃক পাটকেলঘাটা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি দোকানে হঠাৎ তল্লাশি চালিয়ে প্রায় ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এলাকাবাসীকে অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
মৎস্য আইনের আওতায় এমন অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস