Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় উপজেলা মৎস্য অধিদপ্তর অবস্থিত। উপজেলা মৎস্য দপ্তর, তালা, উপ-পরিচালক, খুলনা এবং জেলা মৎস্য অফিসার, সাতক্ষীরা কর্তৃক নিয়ন্ত্রিত। প্রতিষ্ঠালগ্ন থেকে উপজেলা মৎস্য দপ্তর তালা, মৎস্য ও চিংড়ি চাষ প্রযুক্তি উন্নয়নে নতুন প্রযুক্তি উদ্ভাবন, মৎস্য চাষীদের সম্প্রসারণ সেবা প্রদান করে এলাকায় নিরাপদ মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করছে। পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে চিংড়ি চাষ করা হলে হেক্টর প্রতি চিংড়ি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব। চিংড়ি, সাদা মাছের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দারিদ্র বিমোচন ও রপ্তানি আয় উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে মৎস্য খাতের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা জোরদারকরণ, লাগসই প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ কৌশল গ্রহণ একান্ত জরুরী।


সাধারণ তথ্যাদি


জেলা


সাতক্ষীরা

উপজেলা


তালা

সীমানা


উত্তরে যশোর জেলার কেশবপুর ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। পূর্বে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার পাইকগাছা ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা এবং পশ্চিমে সাতক্ষীরা সদর অবস্থিত।

জেলা সদর হতে দূরত্ব


২৫ কি:মি:

আয়তন


৩৪৪.১৫ বর্গ কিলোমিটার

জনসংখ্যা


২,৯৯,৪০০ জন (প্রায়)







মৎস্য সেক্টর

ক্রমিক নং

বিষয়

বিস্তারিত

পুকুর-দিঘি

পুকুর দিঘির সংখ্যাঃ ৭৯৫৭ টি, জলায়তনঃ ১,৫৭৮.৯৮ হে.   উৎপাদনঃ ৮,৬৮৫মে.টন।


নদী

নদীর সংখ্যাঃ ০২টি, জলায়তনঃ ৫৬৪ হে.   উৎপাদনঃ ৭৯ মে. টন।

 

বিল

মোট বিলের সংখ্যাঃ ৩টি, আয়তনঃ ১৩৩হে. উৎপাদনঃ ৯১.৫৬ মে.টন।

 

খাল

মোট খালের সংখ্যাঃ ৫২ টি, জলায়তনঃ ১৮৭২হে. উৎপাদনঃ ১২৮৩মে.টন।

মৎস্যজীবী

৩৮৮৫ জন।

 

মৎস্যচাষী

৭৭৪৫ জন।

 

পোনা ব্যবসায়ী

১৫০ জন।

 

বরফ কল

০৩ টি।


হাটবাজার

২১ টি।

 

১০

মৎস্য আড়ৎ

০৯ টি।


১১

অভয়াশ্রম

অভয়াশ্রমঃ ০১ টি, নামঃ শালিখা পারকৈখালী মৎস্য অভয়াশ্রম, অবস্থানঃ কৈখালী, ধুকুড়িয়া,  

আয়তনঃ ০.৫০ হে.।