Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  অভয়াশ্রম গড়ে তুলিদেশি মাছে দেশ ভরি” ১৮ -২৪  আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত সাত (দিন দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হবে।                 


          


শিরোনাম
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে তালায় মতবিনিময় সভা 🌊
বিস্তারিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে তালায় মতবিনিময় সভা 🌊

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, তালা, সাতক্ষীরার উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী, জেলে ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন—
“আমাদের এলাকার জলাশয়, খাল-বিল ও পুকুরসমূহ মৎস্য সম্পদে সমৃদ্ধ। এ সম্পদকে টেকসই ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। অল্প খরচে অধিক উৎপাদন সম্ভব যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করি। মৎস্য সপ্তাহ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের চাষীদের উন্নত প্রশিক্ষণ ও সচেতনতার প্রতিফলন।”

তিনি আরও বলেন,
“তালা উপজেলা মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত। তাই আমাদের লক্ষ্য হবে—অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ করা, খাল-বিল সংরক্ষণ করা এবং নতুন উদ্যোক্তাদের মাছ চাষে উদ্বুদ্ধ করা।”

অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন—
“মাছের রোগ ব্যবস্থাপনা ও সঠিক খাবার ব্যবহার নিয়ে সমস্যা হয়। নিয়মিত প্রশিক্ষণ পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।”

আরও একজন বলেন—
“বাজারজাতকরণে সমস্যার কারণে প্রায়ই লোকসান হয়। যদি সরকারি সহায়তায় ন্যায্যমূল্য নিশ্চিত করা যায়, তবে আমরা আরও উৎসাহিত হব।”

অন্য একজন যোগ করেন—
“মহিলারা মাছ চাষে আগ্রহী হলেও প্রাথমিক মূলধনের অভাব তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা থাকলে অনেকেই উপকৃত হবেন।”

সভা শেষে উপস্থিত সকলে অঙ্গীকার করেন যে— উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তালাকে একটি আদর্শ মৎস্য সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/08/2025
আর্কাইভ তারিখ
21/08/2057