Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  অভয়াশ্রম গড়ে তুলিদেশি মাছে দেশ ভরি” ১৮ -২৪  আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত সাত (দিন দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হবে।                 


          


শিরোনাম
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পাটকেলঘাটায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী
বিস্তারিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পাটকেলঘাটায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে তালা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে পাটকেলঘাটা বাজারে এক বর্ণাঢ্য প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

এদিন বাজারে ব্যাপক সংখ্যক মাছচাষি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে প্রামাণ্যচিত্র উপভোগ করেন। প্রদর্শিত চিত্রগুলোতে বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও চাষ, পুকুর ও ঘের ব্যবস্থাপনা, অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিকসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত জনগণ মাছ চাষের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির বিষয়ে সহজ ও কার্যকর দিকনির্দেশনা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিক ইমাম। তিনি বলেন –
👉 “জাতীয় অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত হলো মৎস্য খাত। আমাদের দেশীয় প্রজাতির মাছের চাহিদা ও গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই সবাইকে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষে মনোনিবেশ করতে হবে। অবৈধ জাল ব্যবহার কেবল মাছের ক্ষতিই করে না, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসেরও কারণ হয়। এ ধরনের কাজ বন্ধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে। মাছের উৎপাদন বাড়ালে যেমন দেশের পুষ্টি চাহিদা মিটবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।”

স্থানীয় চাষিরা বলেন, এ ধরনের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তারা নতুন জ্ঞান অর্জন করেছেন, যা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আরও বেশি লাভবান হতে পারবেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ উদ্যোগকে ঘিরে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


ডাউনলোড
প্রকাশের তারিখ
20/08/2025
আর্কাইভ তারিখ
21/08/2057