Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  অভয়াশ্রম গড়ে তুলিদেশি মাছে দেশ ভরি” ১৮ -২৪  আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত সাত (দিন দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হবে।                 


          


শিরোনাম
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫: চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিস্তারিত

🎨 জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫: চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে এক প্রাণবন্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচি বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, তালা, সাতক্ষীরা। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

🎙 সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন,
“জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোটদের এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মাছের গুরুত্ব, পুষ্টি ও জীবিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। শিশুরাই আগামী দিনের কর্ণধার, তাই তাদের মাঝে মাছের প্রতি আগ্রহ তৈরি করা আমাদের মূল লক্ষ্য।”

🎙 শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন,
“শিক্ষার্থীদের মাঝে শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়, সৃজনশীল চর্চাও জরুরি। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের জ্ঞান ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


ডাউনলোড
প্রকাশের তারিখ
21/08/2025
আর্কাইভ তারিখ
24/08/2056